দেশ
Trending

আবারও বোমাতঙ্ক বেঙ্গালুরুতে! ক্যাফের পর এবার স্কুলের কাছে বোমা উদ্ধার করল পুলিশ

In Bangalore! After the cafe, a bomb was recovered near the school

The Truth Of Bengal: বিগত কয়েক সপ্তাহ জুরে বোমাতঙ্ক পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর। ভয়াবহ একটি বিস্ফোরণে বেঙ্গালুরুর রামেশ্বরম নামের একটি ক্যাফেতে কয়েক সপ্তাহ আগেই আহত হন দশ জন। গুরুতর অবস্থায় উদ্ধার করা দুই মহিলাকেও। তাঁদের দেহের চল্লিশ শতাংশ পুরে গেছে বলে জানা যায়। ঘটনার জন্য যথেষ্ট উদ্বিগ্ন ছিল প্রশাসন। আর সেই রেষ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। স্কুল থেকে কাছেই একটি ফাঁকা জায়গায় একটি ট্রাক্টর রাখা ছিল। আর গোপন সূত্রে খবর পেয়েই দেখেন তাতে জিলেটিন স্টিক, ডিটোনেটার অবস্থিত রয়েছে।

গতবছর ডিসেম্বর মাসে সেখানকার বেশকিছু স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ইমেল মারফত। এবং তিন সপ্তাহ আগে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, যা নিয়ে একপ্রকার প্রশ্নের মুখে ছিল প্রশাসন। তবে এবার আগেই বিশেষ সূত্রের খবর পান পুলিশ কর্তারা। পুলিশের কাছে খবর আসে বেআইনি জিনিসপত্র পাচার করা হচ্ছে। কিন্তু স্কুলের কাছে উদ্ধার করা বিস্ফোরক গুলি কি করে এল? তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখা যায়। তারা প্রশাসন-কে প্রশ্ন করেন তাদের সন্তানদের সুরক্ষা নিয়ে। আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ সঙ্গে ট্রাক্টরটির মালিকের সন্ধান ও চলছে। তবে ইতিমধ্যে কাউকেই গ্রেফতার করা হয়নি।

Related Articles