মসনদের লড়াই

জনসংযোগে দীপক অধিকারী তথা অভিনেতা দেব!

Deepak Adhikari and actor Dev in public relations!

The Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার সারতে সোমবার বিকেল পাঁচটায় ঘাটাল লোকসভা কেন্দ্রের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। রঘুনাথবাড়ির জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথবাড়ির ঠাকুরবাড়িতে পূজা দেন। এরপর পূর্বশুকুটিয়া প্রাইমারি স্কুলের মাঠে জনসভা করেন। জনসভার পরে ফের রোড শো করে চাইপুর এসে চা চক্রে যোগ দেন।

সন্ধ্যা ৭ টার সময় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি।অবশেষে রাত্রে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, গার্ডেনরিচ কাটে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। পাশাপাশি জনসংযোগের বিষয় বলেন, মানুষের সাথে মিশতে ভালো লাগে, বাড়ি বাড়ি সারাদিন যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আশীর্বাদ চাইছি। একেবারে সন্ধ্যায় পথ চলতি সাধারণ মানুষের সাথে কথা বলেন।

দেব প্রবেশ করতেই যেন কোথাও মানুষের ঢল নেমে যায় রাস্তায়। গ্রামের মহিলা থেকে শুরু করে বাচ্চারা ছুটে আসেন তার সাথে একটু গল্প করতে। দেবও আবার মোবাইল নিয়ে সামনে এসে আবদার রেখে একটা সেলফি। এভাবেই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে ভোট প্রচারে ব্যস্ত অভিনেতা তথা জননেতা দেব

Related Articles