Lok Sabha Election 2024 : ৮৫- উর্ধ্ব ভোটারদের দুয়ারে কমিশন, ৮২ লক্ষ ভোটারদের জন্য ভোট ফ্রম হোম
Lok Sabh Election 2024 : Senior citizens above 85 can now vote at home

The Truth Of Bengal : পঁচাশির উর্ধ্বে প্রবীণ নাগরিকরা এবার বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। কিন্তু কিভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন ? প্রবীণ নাগরিকরা জানেন কী ? ভোট ফ্রম হোমের এই বিকল্প ব্যবস্থা চব্বিশের বিশেষ আকর্ষণ বহন করে আনছে। কমিশনের এই ঘরে বসে ভোটের সুযোগ পাবেন বিশেষভাবে সক্ষমরাও।
অনেক মানুষ আছেন যাঁরা,শারীরিকভাবে সক্ষম নন,তাঁদের ভোটকেন্দ্রে যাওয়ার সামর্থ্য থাকে না।তাই তাঁরা ইভিএমের মাধ্যমে প্রার্থী চয়ন করার সুযোগ পেতেন না।সেইসব ৮৫-এর উর্ধ্ব নাগরিকদের দুয়ারে পৌঁছে যেতে তত্পরতা শুরু করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । সাত দফার এই সাধারণ নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত। প্রতিটি পর্বেই বিশেষভাগে সক্ষম এবং প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন।সেইমতো কমিশন বিকল্প ভাবনা নিয়েছে এই চব্বিশের মহারণে। ভোট রাজনীতির সাত সতেরো কার্যকর করতে কমিশনের এলাহি ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবারই তিনি দিল্লি থেকে প্রবীণদের আশ্বস্ত করেন,কোনও প্রবীণতম ভোটারকে আর ভোটের জন্য কেন্দ্রে যেতে হবে না।তাঁদের শারিরীক অক্ষমতা বা অসামর্থ্যের কথা মাথায় রেখে কমিশন এই ভোট ফ্রম হোমের কর্মষজ্ঞ শুরু করছে চব্বিশে।
- ৮৫ ঊর্ধ্ব ও ৪০ শতাংশ বিশেষভাবে সক্ষমদের বিশেষ ব্যবস্থা
- প্রতিটি পোলিং স্টেশনে দেওয়া হবে হুইল চেয়ার –ভলান্টিয়ার
- ভোটদান যাতে স্বচ্ছ, উপযুক্ত পরিবেশে হয় তা নজর কমিশনের
- যাঁরা ভোটকেন্দ্রে যেতে চান তাঁদের যাতায়াতের ব্যবস্থা থাকবে
- ভোট ফ্রম হোমে১২-ডি ফর্ম সংগ্রহ প্রয়োজন
- নোটিফিকেশনের ৫দিন আগে ফর্ম জমা করতে হবে
বিশেষভাবে সক্ষমদের জন্য প্রতিটি বুথে থাকবে ব়্যাম্প, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য থাকবে সাহায্যকারী। গণতন্ত্রের উত্সবে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার এই অভিনব ভাবনা সবমহলের কাছ থেকে প্রশংসা আদায় করে নিচ্ছে।
FREE ACCESS