জনপ্রিয় ইউটিউবার হলেও আড়ালে সাপের বিষের কারবারের অভিযোগ! গ্রেফতার ‘বিগ বস ওটিটি ২’ বিজেতা
Even if popular YouTuber is behind the complaint of snake poison business! Arrested 'Bigg Boss OTT 2' winner

The Truth Of Bengal: পরিচিত ইউটিউবার। তার আড়ালে অন্য কারবার। সাপের বিষ পাচারে অভিযুক্ত হয়ে পুলিশের জালে। ওই ইউটিউবারের নাম এলভিস যাদব। জনপ্রিয় ইউটিউবারকে গ্রেফতার করেছে নয়ডা থানার পুলিশ। ‘বিগ বস ওটিটি ২’ বিজেতা এলভিস। তার বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা রুজু করে ‘পিপিলস ফর অ্যানিম্যাল’ নামে একটি সংস্থা। সেই মামলায় তদন্তে নেমে পুলিশ সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
তাদের মধ্যে ছিলেন এলভিসের যাদব। পুলিশ নয়ডার তার ডেরায় তল্লাশি চালায়। সেই ময় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। যারা প্রত্যেকেই ছিলেন সাপুড়ে। তাদের কাজ ছিল সাপ ধরে আনা। অভিযান চালিয়ে পুলিশ ৯টি বিষধর সাপ ও কিছু বিষ উদ্ধার করে। অভিযোগ দায়ের হয় এলভিস যাদবের বিরুদ্ধে। সেই ঘটনায় গ্রেফতার হন এলভিস।
#WATCH | YouTuber and Bigg Boss OTT 2 winner Elvish Yadav sent to 14 days of Judicial custody in connection with a case under the Wild Life Protection Act 1972. https://t.co/AQI3a8qQqZ pic.twitter.com/bUnov8As1b
— ANI (@ANI) March 17, 2024
নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার মণীশ মিশ্র জানান, সেক্টর ২০ থানার পুলিশের স্পেশ্যাল টি এলভিসকে গ্রেফতার করে। সাপের বিষ চোরাচালান নিয়ে এলভিসের সঙ্গে অন্যদের যে যোগাযোগ ছিল, তদন্তে নেমে তা জানতে পারে পুলিশ স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারপার্সন ও বিজেপি নেত্রী মানেকা গান্ধিও এলভিসকে গ্রেফতারের দাবি তোলেন। যদিও এর আগে পুলিশের তরফে একাধিক বার এলভিসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন এই ইউটিউবার। অভিযুক্ত ইউটিউবারকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে থাকবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।