শিয়ালদহ উত্তর শাখায় বাতিল ১৪৩টি লোকাল ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
143 local trains canceled on Sealdah North Branch, commuters suffer

The Truth Of Bengal: শুক্রবার মধ্যরাত থেকে বাতিল শতাধিক লোকাল ট্রেন, ফলে কার্যতই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের ট্রেন ধরার জন্য স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, দমদমে ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন। এই ইন্টারলকিং এর কাজের জন্য প্রায় টানা ৫২ ঘণ্টা বাতিল করা হয়েছে মোট ১৪৩ টি লোকাল ট্রেন।
রেল সূত্রে খবর, ১৬মার্চ শনিবার শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুর এছাড়াও বিভিন্ন শাখায় কয়েক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।
শুধু তাই নয় এছাড়াও ট্রেন বাতিলের তালিকায় রয়েছে এক্সপ্রেস ও। যেমন শিয়ালদহ সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল, শিয়ালদা-জঙ্গিপুর এর মত একাধিক এক্সপ্রেস ট্রেনও রয়েছে বাতিলের তালিকায়।
পূর্ব রেল সূত্রে খবর, সোমবার আনুমানিক ভোর ৪ টে থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম দমদম জংশনে ইন্টারলকিং ব্যবস্থার বদল হচ্ছে। রেলের তরফ থেকে যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যেন ট্রেন বাতিলের কথা মাথায় রেখেই ট্রেনে যাতাযাতের পরিকল্পনা করেন।
FREE ACCESS