রাজ্যের খবর

“ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবে হোক হবেই !”: দেব

"Ghatal master plan no matter what!": Dev

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- “আমি থাকি বা না থাকি ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িত হবে!” বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের রোড শোতে এসে জানালেন দেব।

দেব বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রথমে দাসপুরে যান। দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধুপ কারখানা শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবেই।”

দেবের সেই পুরাতন সৈনিক অজিত মাইতি কে পাশে বসিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোড শোতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দাসপুরে পড়ে যাওয়া কারখানার, শ্রমিকদেরকে এমপি ফান্ড থেকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করার কথা জানান। ছ মাসের মধ্যে কিভাবে কারখানাটি নতুনভাবে আবার শুরু করা যায় সে বিষয়ে ও ব্যবস্থা নেবেন।

FREE ACCESS

Related Articles