রাজ্যের খবর

“আমি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিনিধি হয়ে এসেছি মানুষের কাছে”ঃ সায়নী ঘোষ

"I have come as Mamata Banerjee's representative to the people": Sayani Ghosh

The Truth Of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী বারুইপুর:- দক্ষিণ ২৪পরগনা বারুইপুর পূর্বে জয়তলা ধোসায় প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। জয়তলা ধোসা প্রচারে এসে সায়নী ঘোষ বলেন, “আপনাদের অনেক দাবি আছে এখানেই না আসলে বুঝতে পারতাম না। কেন্দ্রে কোনো টাকা দেয়না, আপনাদের দাবি কি করে পূরণ করব। তিন বছর কেন্দ্র এই রাজ্যে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা দিদিকে ভোট দিন। বিজেপি সরকারকে তাড়াতে হবে। আপনাদের অনেক দাবি আছে জানি সবটা পূরণ করতে না পারলেও কিছু কিছু দাবি আমি পূরণ করব ক্ষমতায় এলে।

ভাঙড়ে প্রচার সেরে সোজা বারুইপুর পূর্ব বিধানসভায় এলেন যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন ধোসা হাটে প্রচারে যাবার পথে জয়াতলায় মহিলাদের ভিড় দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে আসেন যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। মহিলাদের মধ্যে প্রার্থী তথা অভিনেত্রী কে পেয়ে সেলফি তোলার ধুম পড়ে যায়। অনেকে এলাকার নানা সমস্যা তুলে ধরেন। কেউ বলেন পরিবহন সমস্যা খারাপ কেউ বা বলেন রাস্তা খারাপ, কাঠের সেতু ভেঙে যাওযায় যাতায়াত করা যাচ্ছে না। প্রার্থী সায়নী ঘোষ সব শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এলাকার বাসিন্দাদের আবদারে দু কলি গান ও শোনাতে হয় তাঁকে। প্রচারের ফাঁকে ডাবেও চুমুক দেন প্রার্থী। এরপর জয়নগর এর ধোসা হাট বাজারে মানুষের সঙ্গে জনসংযোগ করেন সায়নী ঘোষ। শেষে তিনি বলেন, “মানুষ আমায় কাছে পাবে বলেই তাঁদের সমস্যা জানিয়েছে। চাওয়া পাওয়া এর ব্যাপারে ভরসা করেন তাঁরা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিনিধি হয়ে এসেছি মানুষের কাছে। এতো সাড়া পাচ্ছি আমি অভিভূত।”

FREE ACCESS

Related Articles