মালদায় মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু ‘মিশ্র মৎস্য চাষ’ প্রকল্প
'Mixed Fisheries' project started in Malda under the initiative of Fisheries Department

The Truth Of Bengal: মালদা: জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ, মানিকচক ব্লক প্রশাসন ও পঞ্চায়েত মানিকচক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পশ্চিম বঙ্গ সরকারের ‘মিশ্র মৎস্য চাষ’ প্রকল্পে মানিকচক ব্লকের মা দুর্গা ফিস প্রোটেকশন গ্রুপকে ৩৬০০ রুই কাতলা মৃগেল মাছের চারাপোনা, চুন, ঔষধ সহ মাছ চাষের বিভিন্ন সামগ্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন, মানিকচক ব্লকের মৎস্য আধিকারিক স্নিগ্ধা কর্মকার সহ স্থানীয়রা।
জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেকার যুবকদের মৎস্য চাষে উৎসাহিত করতে পাশাপাশি তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ।
এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন জানান, জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই প্রথম মানিকচক ব্লকের ফিস প্রোটেকশন গ্রুপকে মাছের চারাপোনা সহ মাছ চাষের সামগ্রী প্রদান করা হয়েছে এতে বেকার যুবকেরা মাছ চাষে উৎসাহিত হবে এবং মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে।