বিনোদন

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই অস্কার ২০২৪

The 96th Academy Awards ceremony is about to take place 2024

The Truth of Bengal: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। আন্তর্জাতিক স্তরে সিনে জগতের সবথেকে উচ্চমানের সম্মান হল অস্কার। আর এবার সেই অনুষ্ঠানই আয়োজিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস-এর ডলবি থিয়েটারে। ১০ মার্চ এই পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠান সম্প্রচার করা হলেও ভারতীয় সময় অনুযায়ী, ভারতবাসীরা ১১ মার্চ ভোর ৪টেয় এই সম্প্রচার দেখতে পাবেন। এবার আসা যাক কিছু উল্লেখযোগ্য বিষয়ে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকতে চলেছেন আমেরিকান টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেল। অপরদিকে, অস্কার নমিনেশনের লিস্টও এক্সাইটমেন্ট বাড়িয়েছে সিনেপ্রেমিদের মধ্যে। তারকা পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ ওপেনহাইমার ‘ ছবিটি মোট ১৩টি নমিনেশন পেয়েছে। এছাড়া, মার্টিন স্করসেসি পরিচালিত ‘ কিলার অব দ্যা ফ্লাওয়ার মুন ‘ ও ১০টি নমিনেশন পেয়েছে।
এক ঝলকে দেখে নিন কোন কোন সিনেমা কোন কোন বিভাগে নমিনেশন পেয়েছে:
বেস্ট পিকচার:

আমেরিকান ফিকশন
অ্যানাটমি অফ এ ফল
বার্বি
দ্যা হলডোভার্স
কিলার্স অব দ্যা ফ্লাওয়ার মুন
মায়েস্ট্রো
ওপেনহাইমার
পাস্ট লাইভস
পুয়োর থিংস
দ্যা জোন অব ইন্টারেস্ট

মুখ্য ভূমিকায় থাকা অভিনেতা:

ব্র্যাডলি কুপার
কোলম্যান ভমিঙ্গো
পাল গিয়ামাত্তি
সিলিয়ান মার্ফি
জেফারি রাইট

মুখ্য ভূমিকায় থাকা অভিনেত্রী:

অ্যানেটি বেনিং
লিলি গ্ল্যাডস্টোন
স্যান্দ্রা হুলার
ক্যারি মুলিগান
ইমা স্টোন

পরিচালনা:

জাস্টিন ট্রায়েট
মার্টিন স্করসেসি
ক্রিস্টোফার নোলান
ইয়োরগোস ল্যানথিমোস
জোনাথান গ্লেজার

সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা

স্টার্লিং কে ব্রাউন

রবার্ট ডি নিরো

রবার্ট ডাউনি জুনিয়র

রায়ান গসলিং

মার্ক রাফালো

সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী

এমিলি ব্লান্ট

ড্যানিয়েল ব্রুকস

আমেরিকা ফেরেরা

জরদি ফস্টার

ডা’ভাইন জয় র‍্যাডলফ

নির্দেশনা

জাস্টিন ট্রিয়েট

মার্টিন স্করসেজি

ক্রিস্টোফার নোলান

ইয়োর্গোস ল্যানথিমোস

জনাথন গ্লেজার

চিত্রনাট্য

আমেরিকান ফিকশন

বারবি

ওপেনহাইমার

পুওর থিংগস

দ্য জোন অফ ইন্টারেস্ট

চিত্রনাট্য (অরিজিনার স্ক্রিন প্লে)

অ্যানাটমি অফ ফল

হোল্ডওভার

মেস্ট্রো

মে ডিসেম্বর

পাস্ট লাইভস

আন্তর্জাতিক ফিচার ফিল্ম

আইও ক্যাপিটানো

পারফেক্ট দিন

সোসাইটি অফ দ্য স্নো

টিচার্স লাউঞ্জ

দ্য জোন অফ ইন্টারেস্ট

অ্যানিমেটেড ফিচার ফিল্ম

দ্য বয় অ্যান্ড দ্য হেরন

এটারনাল

নিমোনা

রোবট ড্রিমস

স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্যা স্পাইডার-ভার্স

ডকুমেন্টারি ফিচার ফিল্ম

ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট

দ্য এটারনাল মেমোরি

ফোর ডটার

টু কিল এ টাইগার

ডেজ অফ মারিউপোল

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

দ্য অ্যাক্টর

ইনভিন্সিবেওল

দ্যা নাইট অফ ফরচুন

দ্য ওয়ান্ডারফুল স্টরি অফ হেনরি সুগার

ডকুমেন্টারি শর্ট ফিল্ম

দ্য এবিসিডি বুক ব্যানিং

দ্যা বারবার অফ লিটিল রক

দ্য আইল্যান্ড ইন বিটুইন

দ্যা লাস্ট রিপেয়ার শপ

নাই নাই আর ওয়াই পো

অ্যানিমেটেড শর্ট ফিল্ম

লেটার টু এ পিগ

নাইন্টি ফাইভ সেন্স

আওয়ার ইউনিফর্ম

প্যাচিডার্ম

ওয়ার ইজ ওভার

ফিল্ম এডিটিং

অ্যানাটমি অফ ফল

হোল্ডওভার

কিলারস অব ফ্লাওয়ার মুন

ওপেনহাইমার

পুওর থিংস

প্রোডাকশন ডিজাইন

বারবি

কিলারস অফ ফ্লাওয়ার মুন

নেপোলিয়ন

ওপেনহাইমার

পুওর থিংস

কস্টিউম ডিজাইন

বারবি

কিলারস অফ ফ্লাওয়ার মুন

নেপোলিয়ন

ওপেনহাইমার

পউর থিংস

সঙ্গীত (অরিজিনাল স্কোর)

আমেরিকান ফিকশন

ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি

কিলারস অফ ফ্লাওয়ার মুন

ওপেনহাইমার

পুওর থিংস

সঙ্গীত (অরিজিনাল সং)

দ্য ফায়ার ইনসাইড

আই অ্যাম জাস্ট কেন

ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে

ওয়াহজাজে

হোয়াট অয়াজ আই মেড ফর

মেকআপ এবং হেয়ারস্টাইলিং

গোল্ডা

মেস্ট্রো

ওপেনহাইমার

পুওর থিংস

সোসাইটি অফ দ্য স্নো

সাউন্ড

দ্য ক্রিয়েটর

মেস্ট্রো

মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান

ওপেনহাইমার

দ্য জোন অফ ইন্টারেস্ট

ভিজ্যুয়াল এফেক্ট

দ্য ক্রিয়েটর

গডজিলা মাইনাস ওয়ান

গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ৩

মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান

নেপোলিয়ন

প্রসঙ্গত, ২০২৩-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘ RRR ‘ ছবিটির হাত ধরে ভারতের ঝুলিতে উঠে এসেছিল অস্কার। নাটু নাটু গানের মাধ্যমে আলোড়ন ছড়িয়ে পড়েছিল অস্কারের মঞ্চে। আর সব মিলিয়ে, ৯৬ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের মাধ্যমে কাদের ঝুলিতে অস্কার আসতে চলেছে, সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা বিশ্বের মানুষজন।

Related Articles