কবরস্থানে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
Massive fire in cemetery, huge police force on the spot

The Truth Of Bengal, কল্যাণ চন্দ, জলপাইগুড়ি : কবরস্থানে হঠাৎ ভয়াবহ আগুন। ঘটনার ফলে ধোঁয়ায় ভরে যায় এলাকা। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, শনিবার বেলা ৩ টা নাগাদ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের আকারিগঞ্জ এলাকার একটি কবর স্থানে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ট্রাফিক ওসি সহ রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকলে, প্রথমে স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বেলা বিকেল ৩ টি নাগাদ আমাদের কবর স্থানে আগুন দেখা যায়। কি করে আগুন লাগলো তা ঠিক জানিনা। তবে প্রাথমিক অনুমান, কেউ বা কারা বিরি ও সিগারেট খেতে গিয়েই হয়তো আগুন লাগে। যদিও ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। একদিকে স্থানীয় বাসিন্দা থেকে কচিকাঁচাদের আগুন নেভাতে দেখা যায়। পরে দমকলের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।