রাজ্যের খবর

বসিরহাটে ক্যান্সারের নামে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ২

Deception of villagers in the name of cancer in Basirhat, arrest 2

The Truth Of Bengal, শ‍্যাম বিশ্বাস, বসিরহাট: দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের নাম করে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণায় পুলিশের জালে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার মাদারতলা সংলগ্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়,  ৫০ বছরের বাদল মন্ডল এবং ৫২ বছরের বিশাল মাঝি তাদের দুইজনকে গ্রামবাসীরা আটকে রেখেছিল, খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে জিজ্ঞাসা বাদ শুরু করেছে। কি কারণে ওই দুই ব্যক্তি গ্রামবাসীদের মিথ্যা কথা বলে টাকা তুলছিলেন? তাদের নাকি দুরারোগ্য ব্যাধি হয়েছে?

তাদের জিজ্ঞাসা করার পর তারা কোন নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কোনো নথি পত্র দেখাতে পারেননি বলে জানা গেছে অন্যদিকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। তবে মাদারতলা এলাকার বাসিন্দাদের দাবি তারা মিথ্যা রোগের কথা বলে একাধিক গ্রামের মানুষের কাছ থেকে বহু টাকা আত্মসাৎ করেছে। বিশাল মাঝি এবং বাদল মন্ডলের বাড়ি মিনাখা থানার অন্তর্গত চৈতল এলাকায়।

FREE ACCESS

Related Articles