রাজ্যের খবর

জলপাইগুড়িতে শুরু পথশ্রী প্রকল্পের কাজ, উপস্থিত একাধিক ব্যক্তিবর্গ

Pathashree project work started in Jalpaiguri, many people present

The Truth Of Bengal, কল্যাণ চন্দ – জলপাইগুড়ি :- পথশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তিনটি রাস্তার শুভ শিলান্যাস হল শুক্রবার। শুভ শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিসদের সদস্য রনবীর মজুমদার, সাথে ছিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অর্চনা রায়, ললিত রায় সহ অনেকে।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকউরী গ্রাম পঞ্চায়েতের ফাটাপুকুরে দের কিলোমিটার, মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লিতে দের কিলোমিটার ও টাকিমারি গ্রামে এক কিলোমিটার রাস্তার কাজের শুভ শিলান্যাস করা হল। এর কারন এই রাস্তা গুলোর অবস্থা বেহাল থাকার কারনে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে প্রায় পাচ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে রাস্তা গুলো পাকা করবার জন্য। সেই কাজের সুভ শিলান্যাস হল শুক্রবার। ফিতে কেটে ও নারিকেল ফাটিয়ে কাজের শুভ শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিসদের সদস্য রনবীর মজুমদার।

সুচনা করার পর রনবীর মজুমদার বলেন গ্রামের মধ্যে রাস্তা গুলো বেহাল থাকার কারনে চরম অসুবিধার মধ্যে পরতে হত গ্রামের মানুষদের। সেই কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সামনেই আমাদের লোক গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে প্রায় পাচ কোটি টাকা খরচ করে এই রাস্তা গুলো পাকা করবার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা গুলো পাকা হলে গ্রামের মানুষ অনেক উপকৃত হবেন। সবথেকে বেশি উপকৃত হবেন এলাকার কৃষকরা। কৃষি ফসল নিয়ে আসা যাওয়ার সাথে গ্রামের মানুষের চলাচল করতে সুবিধা হবে।

FREE ACCESS

Related Articles