শিবপুজোর কোন কোন ফুলে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব
Devadidev Mahadev was satisfied with some flowers of Shiva Puja

The Truth of Bengal: ফুলের অপার সৌন্দর্যে মোহিত হয় না এমন মানুষ দুর্লভ। ফুল হল সুখ আর সমৃদ্ধির প্রতীক। কোনো ধর্মচার বা অনুষ্ঠানই ফুল ছাড়া সম্পন্ন করা যায় না। বলা হয়, ফুলের সুগন্ধে দেবদেবীরা খুশি নন। কথায় বলে, দেবাদিদেব মহাদেব বেলপাতা দিলেই অল্পতেই সন্তুষ্ট হন। শিবের অপর নাম হল ‘রুদ্র’। শিবপুজোর দ্বারা মানুষের দুঃখ দূর হয়। সামনেই মহাশিবরাত্রি। দিনটি সবাই অতি যত্নের সঙ্গে পালন করে থাকেন। ফুল অর্পণ করলে সব দেবদেবীই প্রসন্ন হন বলে মনে করা হয়। কথায় বলে যত্র জীব, তত্র শিব। শিবঠাকুর বেল পাতা, ধুতরো আর আকন্দতে তুষ্ট হলেও মানুষের মতোই তাঁরও কিছু কিছু ফুল বিশেষ প্রিয়। আসুন জেনে নিই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কোন ফুল নিবেদন করা উচিত।
★বিশেষ বিশেষ মনোস্কামনার জন্য বিশেষ বিশেষ ফুল অর্পণ করা উচিত।
যেমন, মহাদেবকে লাল অথবা সাদা রঙের ফুল নিবেদন করলে মুক্তি মেলে।
শিবপুজোয় জুঁই ফুল নিবেদন করলে সুখ-শান্তি মেলে। বাড়িতে অন্নের কোনো অভাব হয় না।
তিসিফুল নিবেদন করলে প্রসন্ন হন নারায়ণ।
বেলফুল দিয়ে পুজো দিলে সুন্দরী স্ত্রী বা সুদর্শন স্বামী পাওয়া যায় বলে মনে করা হয়।
ধুতরো ফুল দিয়ে পুজো করলে যোগ্য সন্তান লাভ হয়।
★এতো গেল মনোস্কামনা জানাবেন কোন ফুল অর্পণ করলে। আসুন জেনে নিই
মহাশিবরাত্রির দিন মহাদেবকে নিবেদন করবেন কী ফুল-
মৌলশ্রী বা বকুল, গোলাপি, সাদা বা নীলপদ্ম, বেলফুল ও বেলপাতা, কদম্ব, সাদা জবা, হরিশৃঙ্গার, নাগকেশর, জবাকুসুম, আকন্দ, অনন্ত, জুঁইফুল, অপরাজিতা আর ধুতরো। মনে করা হয় শিবঠাকুর সাদা রঙের ফুল নিবেদন করলে সবচেয়ে বেশি খুশি হন।
★কোন কোন জিনিস কখনোই ভুলেও শিবপুজোয় ব্যবহার করবেন না-
১) চাঁপা ফুলকে বিশেষ শুভ বলে মানা হয়। লক্ষ্মীদেবীর প্রিয় এই ফুল শিবপুজোয় নিষিদ্ধ। ব্রহ্মার সঙ্গে মিলে মিথ্যা কথা বলার জন্য চাঁপাফুলকে অভিশাপ দিয়েছিলেন শিব।
২) পোকায় কাটা বা ছেঁড়া বেলপাতা কখনো নিবেদন করবেন না। টাটকা পরিষ্কার বেলপাতা অর্পন করবেন।
৩) শিবপুজোয় ব্রোঞ্জের ঘটি ব্যবহার করবেন না। কারণ ব্রোঞ্জের ঘটিতে রাখা দুধ, দই, মধু দিয়ে তৈরি পঞ্চামৃতকে মদের তুল্য বলে মানা হয়। তামার ঘটি ব্যবহার করুন।
৪) তুলসীপাতা কখনো শিবলিঙ্গের ওপর নিবেদন করবেন না। পুজোয় ব্যবহারও করবেন না।
৫) পুজোয় সুগন্ধি কেতকীফুল কখনো ব্যবহার করতে নেই।
৬) গোটা নারকেল অর্পণ করতে পারেন কিন্তু কখনোই নারকেল বা ডাবের জল নিবেদন করবেন না। কারণ এই দিন মহাদেবকে যাই নিবেদন করা হয় তাকে নির্মাল্য বলে যা আমরা খেতে পারি না। যে’হেতু পুজোর পর অনেকেই ডাবের জল খেয়ে উপোস ভাঙেন তাই সেক্ষেত্রে ডাবের জল পুজোয় ব্যবহার করবেন না।
৭) কেশর, হলুদ বা সিঁদুর শিবলিঙ্গে লাগাবেন না। বিবাহিতা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে ও কপালে সিঁদুর লাগান। শিবকে ছাইভস্ম মাখা সন্ন্যাসী বলে মানা হয়। তাই শিবপুজোয় সিঁদুর, কেশর, হলুদ নিষিদ্ধ।
৮) শিবলিঙ্গকে পুরো প্রদক্ষিণ করবেন না। অর্ধেক ঘুরে পুরোনো জায়গায় ফিরে আসুন।
★শিবঠাকুরের প্রিয় জিনিস কী-
বেল, বেলপাতা, ধুতরো, দুধ, চন্দন আর ছাই।