অস্বস্তিতে বিজেপির শীর্ষ মহল, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিধায়ক মুকুটমণি অধিকারীর
MLA Mukutmani Adhikari quits BJP to join Trinamool Congress

The Truth of Bengal: বৃহস্পতিবারের কলকাতার রাজ পথের মিছিলের মধ্যেই বড় চমক তৃনমূলের। নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী যোগদান করলেন তৃণমূলে। লোকসভা নির্বাচনের আগে এইভাবে বিজেপি বিধায়ক পদ পদত্যাগ করে তৃণমূলে যোগদান করায় ইতিমধ্যে অস্বস্তিতে বিজেপির শীর্ষ মহল। তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন ধরে ছিল। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতেও বড় ভাঙন। নারী দিবসের আগে রাজপথে তৃণমূলের মিছিলে কলেজ স্কোয়ারে দলের পতাকা তুলেনেন মুকুটমণি অধিকারী। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
.@BJP4Bengal leader & MLA Mukutmani Adhikari joined our party and marched in our rally on the eve of #InternationalWomensDay.
When BJP leaders leave their anti-women party and extend you support, you know that you are on the right side of history.
Standing tall for women’s… pic.twitter.com/MZUGFLO37K
— All India Trinamool Congress (@AITCofficial) March 7, 2024