রাজ্যের খবর

পানীয় জল সরবরাহ প্রকল্প উদ্বোধন, উদ্যোগ বর্ধমান পুরসভার

Inauguration of drinking water supply project, initiative of Burdwan Municipality

The Truth of Bengal: পূর্ব বর্ধমান জেলায় বেশ কিছুদিন ধরে রাস্তাঘাট খোড়াখুড়ি করে চলছিল অমৃত জল প্রকল্পের কাজ। যা নিয়ে সাধারণ মানুষের নানান অভিযোগ ছিল। এবার সুফল পাচ্ছে শহরবাসী। অমৃত জল প্রকল্পের উদ্বোধন হল বর্ধমান পুরসভার টাউন হলে। ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম। উদ্বোধনে মন্ত্রী জানান, কলকাতার পরে যদি কোনও জেলা বিশেষ জায়গা পায় তা হল পূর্ব বর্ধমান। এই জেলায় বর্ধমান পুরসভা ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে, তা এদিন তুলে ধরা হয়।

বর্ধমানের ঐতিহ্যবাহী নির্মলঝিল মহাশ্মশান বলে পরিচিত। সেটাও নব নির্মাণ করা হল। রাস্তাঘাট, লাইট, পুকুর সংস্কার এবং দুই পাশে নীল সাদা রং-এর গার্ডেন করা হয়েছে। অল্প সময়ে অনেক কাজ করা হয়েছে। আগামীদিনে আরও কাজ করা হবে বলে জানান, বিধায়ক খোকন দাস।

শুধু জল সরবরাহ প্রকল্প উদ্বোধন নয়, একসঙ্গে আরও অনেক কাজ করা হয়েছে। পুরসভা ও বিধায়কের উদ্যোগে নতুন সাজে উঠেছে বর্ধমান শহর। লক্ষ্য রাখা হয়েছে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করা। তাই নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কাজ করে চলেছে বর্ধমান পুরসভা। তবে শুধু নাগরিক পরিষেবা দেওয়া জন্য উন্নয়নমূলক কাজ নয়, সৌন্দর্যায়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles