শিক্ষা

প্রথমবার UPSC পরীক্ষা দিয়েই সাফল্য পেলেন অটো চালকের ছেলে

Son of an auto driver cleared the UPSC exam for the first time

The Truth Of Bengal : দরিদ্রটা সাথ ছাড়েনি তার । আর্থিক কারণে একসময় তাকে পড়াশোনা ও ছাড়তে হবে বলে মনে করেছিলেন তিনি। তবে তিনি কখনোই হাল ছাড়তে রাজি হননি । জীবনে প্রতিটি প্রতিবন্ধকতা কাটিয়ে কাটিয়ে মাত্র ২১ বছর বয়সে হয়ে উঠলেন IAS অফিসার । আর আজ রইলো সেই IAS অফিসারের গল্প।

আনসারের বাবা পেশায় অটোচালক ছিলেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন তিনি। ক্লাস টুয়েলভ এর বোর্ডে ৯১ শতাংশ নিয়ে পাস করে। এবং স্নাতকে ৭৩ শতাংশ নিয়ে রাষ্ট্র বিজ্ঞানে পাস করে। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। এত মেধাবী ছাত্রের পড়াশোনার বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে তার স্কুলে শিক্ষকেরা এগিয়ে আসে। এবং তারা আনসারের পরিবারের কাছে অনুরোধও জানায়।s

আর তারপরেই আনসার UPSC জন্য প্রস্তুতি নিতে থাকে। UPSC পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তিনি কাজ করতে শুরু করেন। যেখানে বছরের পর বছর বহু ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে না সেইখানে ২০১৫সালের ইউপিএসসি পরীক্ষায় ৩৬১ তম স্থান অধিকার করেন তিনি। আর এই অল্প বয়সে IAS অফিসার হয়ে , বহু ছাত্রছাত্রীকে অনুপ্রেরনা দেন তিনি।

Free Access

 

Related Articles