রাজ্যের খবর

জলপাইগুড়িতে চা বাগানের শ্রমিকদের হাতে পাট্টা তুলে দিলেন রাজ্যের ২ মন্ত্রী

List of documents in the hand of Chag Bagan in Jalpaiguri 2 leaders of the state

The Truth Of Bengal : চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানে শ্রমিকদের জমির পাট্টা দিতে জলপাইগুড়িতে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। এখন পর্যন্ত প্রায় ৮৯০০ জন শ্রমিককে জমির দলিল দিয়েছে রাজ্য সরকার ।

এর মধ্যে ৩৩০ জন শ্রমিক কোচবিহারের বাসিন্দা। অন্যদিকে ৫৫৯জন জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানের বাসিন্দারা জমির দলিল পেল ।এই অনুষ্ঠানে এসে মন্ত্রী মলয় ঘটক বলেন ৩৪ বছরে বাম সরকার চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি ।

তিনি আরও বলেন  , দেশের বিজেপি সরকার কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে শ্রমিকদের। পাশাপাশি শ্রমিকদের কাছে মলয়ের আবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য অনেক কিছু করেছে তারা যেনো নির্বাচনের সময় নিজে কানে শুনে নিজে চোখে দেখে  সিদ্ধান্ত নেন তারা।

Free Access

Related Articles