বিনোদন
Trending

বাঙালি রেস্তোরাঁয় আইবুড়ো ভাতের আয়োজন কাঞ্চন শ্রীময়ীর, কি কি ছিল মেনুতে

Kanchan Srimoy's arrangement of Iburo rice at a Bengali restaurant, what was on the menu

The Truth Of Bengal: হাতে আর মাত্র হাতেগোনা ৭ টি দিন, তারপরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী। আর তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। শুরু আইবুড়ো ভাতের পর্ব। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আইবুড়ো ভাতের কিছু ছবি।

সামাজিক মাধ্যমে শ্রীময়ী কয়েকটি ছবি পোস্ট করেছেন। বন্ধুরা মিলে একটি বাঙালি রেস্তোরায় আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ীর জন্য। ফুল দিয়ে সাজানো টেবিলে নানা পদের খাওয়ার। মেনুতে ছিল বাসন্তী পোলাও থেকে শুরু করে ডাব-চিংড়ি, পাঁঠার মাংস, লুচি ও আরও একাধিক সাবেকি বাঙালি খাবার। পোস্টে দেখা যাচ্ছে কাঞ্চন ও শ্রীময়কে মালা পরিয়ে একে একে বন্ধুরা খাইয়ে দিচ্ছে।

আপাতত শ্রীময়ী বিয়ের জন্য অভিনয় থেকে কিছুদিন বিরত থাকবেন। তিনি জানান, “আমার ধারাবাহিকের গোটা টিমই আমায় ভীষণ সহযোগীতা করেছে। একেবারে শেষ মুহূর্তে বিয়ের খবর দিয়েছিলাম। তারপরেও ছুটি পেয়েছি। তবে ব্যাঙ্কিয়ের চাপ তো রয়েছে। তাই শ্যুটিং চলছে জোরকদমে। অন্যদিকে, কাঞ্চনেরও শ্যুটিং চলছে একাধিক। সারাদিন ওও ব্যস্ত থাকছে। সারাদিন প্রায় কথাই হচ্ছে না।”

বিয়ের আউটফিট নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “পরিকল্পনা করেছি, কাঞ্চন আর আমি পোশাকের রং মিলিয়েই পরব। তবে কাঞ্চন একেবারেই সাজতে ভালবাসে না। সামান্য রূপটানেও ওর আপত্তি। ও যেমনটা, তেমনটাই দেখাতে চায় সবাইকে। ফলে সব দায়িত্বই আমার। শেষ মুহূর্তে কাজ করছি, দেখি কতটা সামলাতে পারি।”

FREE ACCESS

Related Articles