রাজ্যের খবর

উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শ্রীরামপুরে ইএসআই হাসপাতাল উদ্বোধন

Srirampur MLA proposes to improve patient services, medical college

The Truth of Bengal: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতার সরকার। রাজ্য সরকারের স্বাস্থ্য বীমার আওতাভুক্ত বাংলার মানুষরা। উন্নত পরিষেবা পৌঁছে দিতে জেলায় জেলায় মাথা তুলে তাড়াচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার নয়া পরিকাঠামো। গত সাত বছর ধরে সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের ই এস আই হাসপাতাল গুলি  শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। হুগলি জেলার শ্রীরামপুরে ই এস আই হাসপাতালে হ আধুনিকমানের আই সি সি ইউ, এইচ ডি ইউ পরিষেবার উদ্বোধন করলেন শ্রাবন্তী মলয় ঘটক, শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, বিধায়ক অরিন্দম গুইন সহ চিকিৎসকেরা। রোগীদের অত্যাধুনিক পরিষেবা পৌঁছে দিতে অত্যাধুনিক ব্যবস্থা অনেক কাজে আসবে বলেই জানান শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।  একই সঙ্গে শ্রীরামপুর ইএসআই হাসপাতাল এ পর্যাপ্ত জমি রয়েছে, সেই জমিতে একটি নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার প্রস্তাব দেন শ্রীরামপুরের বিধায়ক। একই সঙ্গে আসানসোলে আরো একটি হাসপাতাল হওয়ার কথা জানালেন তিনি।

বিধায়কের প্রস্তাব আগামী দিনে ইএসআই রিজিওনাল বোর্ড এ পেশ করা হবে বলেই জানান শ্রম মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা প্রবোতো উন্নতির কথা তুলে ধরেন তিনি যে কটি ইএসআই হাসপাতাল রয়েছে সেগুলিকে আধুনিকী করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে ডায়ালিসিস ইউনিট।

শ্রীরামপুর ইএসআই হাসপাতালের বিশাল জায়গায় রয়েছে পরিত্যক্ত কোয়াটার। সেই অংশের যদি মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। আগামী দিনে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে হুগলী জেলাবাসি যে উপকৃত হবে তা বলাই চলে।

Related Articles