দেশ
Trending

পোরবন্দর থেকে উদ্ধার মাদক, ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্ত

Drugs recovered from Porbandar

The Truth Of Bengal : ভারতীয় সেনার বড় সাফল্য। গুজরাটের পোরবন্দর থেকে উদ্ধার তিন হাজার তিনশো কেজি মাদক। ভারতীয় সেনা এবং এনসিবির যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য। ভারতীয় নৌসেনার মতে এত বেশি পরিমাণ মাদক এর আগে পোরবন্দর থেকে উদ্ধার করা হয়নি। জানা গেছে মঙ্গলবার একটি ছোট জাহাজ থেকে পাওয়া গেছে এই বিপুল পরিমাণ মাদক।

জাহাজে ছিল ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন, ও ২৫ কেজি মরফিন সহ পাঁচ জন মাদক পাচারকারী। ওই পাঁচ জন মাদক পাচারকারী পাকিস্তানের বাসিন্দা বলে জানা গেছে। তার পরেই ওই পাঁচ জনকে করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সেনা এবং এনসিবিরদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন।

ভারতীয় নৌসেনার মতে একটি পালতোলা নৌকাকে উপর থেকে দেখেই সন্দেহ হয়েছিল ভারতীয় নৌসেনার। সন্দেহের বসেই ওই পালতোলা নৌকোই চালান হয় তল্লাশি অভিযান। তারপরেই কেঁচো খুঁড়তে কেউটে। জাহাজে থাকা ওই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এই পাচারের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত শুরু করেছে তদন্তকারী সংস্থা।

FREE ACCESS

 

 

Related Articles