পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা
Handicrafts, Textiles and Self-Employment Fair started in East Medinipur with the inspiration of the Chief Minister

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পঃবঃ সরকারের জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুরে।
জানা যায়, শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজের পার্শ্বস্থ জেলা প্রশাসনিক মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পঃবঃ সরকারের জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুরে।
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক সম্মাননীয় শ্রী উত্তম বারিক মহোদয়। সঙ্গে বিশেষ অতিথি রূপে উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয়া সুহাসিনী কর মহাশয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী মানব পড়ুয়া মহাশয়, কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী তমাল তরু দাস মহাপাত্র মহাশয়, কর্মাধ্যক্ষা মাননীয়া মামনি জানা মহাশয়া, কর্মাধ্যক্ষা মাননীয়া শতরূপা পয়ড়্যা মহাশয়া, কর্মাধ্যক্ষা মাননীয়া অভয়া দাস মহাশয়া, কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী মানস পন্ডা মহাশয়, জেলা পরিষদের কো মেন্টর মাননীয় শ্রী অসিত ব্যানার্জি মহাশয় সহ আরো অনেকে।
FREE ACCESS