রাজ্যের খবর

পরপর ৩০ টি পথ সারমেয়র মৃত্যু , তদন্তে পোলবা থানার পুলিশ

30 consecutive deaths of Sarmeyor, Polba police station investigating

The Truth Of Bengal : পথ কুকুরদের অস্বাভাবিক মৃত্যু। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃত কুকুরদের ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় কুকুর ও কুকুরের শাবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রায় ১৬টি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে।

গ্রামবাসীদের আরোও অভিযোগ, গত বছরও একইরকমভাবেই কুকুরের মৃত্যু হয়েছিল। এবছরও হচ্ছে। উল্লেখ্য , মালতপাড়ার বাসিন্দা রাজা সাঁবুই এই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে ওই গ্রামে যান। পাশাপাশি পোলবা-দাদপুর ব্লক প্রানী স্বাস্থ্য কেন্দ্রের দুইজন চিকিৎসক গিয়ে একটি মৃত কু্কুরের ময়না তদন্ত করেন।

পাশাপাশি পশু চিকিৎসক রাজু দাস বলেন,ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি,লিভার,ফুসফুস,পাকস্থলি,চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়।উপসর্গ দেখে বোঝা যায়নি কি কারনে মৃত্যু হচ্ছে কুকুর গুলির।ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে কি কারণে কুকুর গুলোর মৃত্যু হয়েছে।

Free Access

Related Articles