রাজ্যের খবর

লাভপুরে তৃনমূল নেতা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Police arrested another accused in the case of Trinamool leader's murder in Lovepur

The Truth of Bengal: লাভপুর অঞ্চলে তৃনমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছিল সিপিআইএম এর বিরুদ্ধে। এবার দুর্গাপুর থেকে আবারোও এক অভিযুক্তকে গ্রেফতার করল কীর্ণাহার থানার পুলিশ। আজ তোলা হবে বোলপুর মহকুমা আদালতে।বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের তৃণমূল নেতা সাগর শেখকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বোমা মেরে খুন করে একদল দুষ্কৃতি।

২০১৮ সালে ২০ আগস্ট সোমবার সন্ধ্যায় কীর্ণাহার থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর ওপর এই হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগর শেখের। তৎকালীন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই ঘটনায় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ হয়।

প্রথমে, হিরুন শেখ, বুধু শেখ, চঞ্চল শেখ, তারপর আইনাল শেখ জয়নাল শেখ কে গ্রেফতার করা হয়। তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৯/২/২০২৩ তারিখে। সেখানে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। এরপরেই দুর্গাপুর থেকে এই ঘটনার প্রধান অভিযুক্ত সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।। তাকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।

Related Articles