নির্বাচনের প্রাক্কালে ফের জেলা সফর মুখ্যমন্ত্রীর, বর্ধমান থেকে শুরু করে আরামবাগ, বীরভূম–সহ নানা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী
On the eve of elections, the Chief Minister visits the district again

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে শুরু করে আরামবাগ, বীরভূম–সহ নানা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এবার মুখ্যমন্ত্রীর নজরে প্রিয় জঙ্গলমহল। এবার সেখানে যেতে চলেছেন তিনি। ইতিমধ্যেই নদিয়া সফরও করেছেন তিনি। সেখানে জঙ্গলমহলে সবাই সব পাচ্ছে কিনা এবং তাঁর প্রিয় জঙ্গলমহল কেমন আছে সে খোঁজ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সারা বছর বারবারই জঙ্গলমহলে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। একের পর এক প্রকল্প তুলে দিয়েছেন মানুষের স্বার্থে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিকে সূত্রের খবর, আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফরে যাবেন। ওখানের তিন জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যে তারিখ জানা গিয়েছে তাতে আগামী ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন।
তার মাঝে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তাই সভাস্থল সেভাবেই ঠিক করা হয়েছে। যাতে সভার জন্য পরীক্ষার্থীর অসুবিধা না হয়। বেশিরভাগ সভাই করা হবে প্রেক্ষাগৃহে। তবে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর নিয়ে চূড়ান্তভাবে নবান্ন কিছু জানায়নি। যা জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। তবে এই জঙ্গলমহল সফরও হবে তাৎপর্যপূর্ণ।
FREE ACCESS