বৃষ্টির সম্ভাবনা! তবে কী বাংলায় ফের একবার দুর্যোগের ঘনঘটা?
Chance of rain! But what is the hour of disaster in Bengal again?

The Truth Of Bengal: বাংলায় ফের একবার দুর্যোগের ঘনঘটা। তাপমাত্রা খুব একটা উর্দ্ধমুখী না হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠেছিল তাহলে কি কলকাতায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রাও খুব একটা বৃদ্ধি পাবে না।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির ফলে আকাশ মূলত শুষ্ক থাকবে। কিন্তু বুধবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কার্যতই বুধবারের পরে তাপমাত্রা সামান্য নিম্নমুখী হবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে যেন শীত-মেঘ-বৃষ্টির খামখেয়ালিপনা কোনো ভাবেই কমছে না। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি মঙ্গলবার ফের একবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
FREE ACCESS