ফিচার
Trending

কাশ্মীরের এক রহস্যময় গুহা, কী যোগ রয়েছে মহাভারতের সঙ্গে!

A mysterious cave in Kashmir

The Truth Of Bengal : আপনারা অনেকেইতো কাশ্মীর বেড়াতে যান। কিন্তু জানেন কি, এমন একটি গুহা রয়েছে, যা অত্যন্ত রহস্যজনক। কিংবদন্তী রয়েছে এই গুহাপথ দিয়ে চলে যাওয়া যায় এক ভিন্ন জগতে। আবার এখনও লোকশ্রুতি রয়েছে, পাণ্ডবেরা রাজ্যত্যাগের পর যখন মহানির্বাণের পথে গিয়েছিলেন, তখন এক ঋষির দেওয়া দিক নির্দেশ মেনে এই গুহাতেই প্রবেশ করেন, তারপরেই তাঁরা স্বর্গলোকের উদ্দেশে রওনা দেন।

কিংবদন্তী এই গুহাকে ঘিরে রয়েছে একাধিক লোকগাথা, শুধু দেশের কথাই নয়, গত কয়েক দশক ধরে এই গুহা নিয়ে একাধিক বিদেশী পর্যটক বিশেষ কৌতুহল দেখিয়েছেন। এমনকী রহস্য সমাধানের চেষ্টাও চালিয়েছেন। কিন্তু মাঝপথে এমন কিছু ঘটনা ঘটেছে, যার ফলে তাঁরা পুরো পথ অতিক্রম করতে পারেননি।

স্থানীয়দের মতে এই গুহার নাম কালারুশ গুহা। জম্মু ও কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, ইউসমার্গ, গুরেজভ্যালি সর্বপরি লাদাখ। প্রত্যেকটি জায়গাই অনন্য সুন্দর। শুধু সুন্দরই নয়, কাশ্মীরে গুটিকয়েক রহস্যময় এলাকাও রয়েছে, কালারুশ গুহা তার মধ্যে একটি। কালারুশ নামটির মধ্যেই রয়েছে একটি অদ্ভুত ব্যাঞ্জনা। আসলে এর নাম কিল-ই-রুশ। তার থেকেই নাম হয়েছে কালারুশ। কিল-ই-রুশ কথাটির বাংলা তর্জমা করে দাঁড়ায় রাশিয়ার কেল্লা। আর এই নামকরণ থেকেই সবার আগে যে প্রশ্নটি দানা বাঁধে সেটি হল, এই কেল্লার সঙ্গে কি রাশিয়ার কোনও যোগ রয়েছে?

ভারতের ম্যাপ যদি ভালো করে দেখা যায়, তাহলে বোঝা যাবে। একদম উত্তরে ভারতের সঙ্গে লাগোয়া দেশ রয়েছে আফগানিস্তান ও চিনের। ওয়াখান করিডোর দিয়ে পার হলেও রুশের সীমানা বহু দূর। পার হতে হবে তাজিকিস্তান, কিরঘিস্থান, তবে আসেই রুশ সীমানা। তাহলে কাশ্মীরে রাশিয়ার দুর্গ হল কী করে?

রহস্য আরও আছে, মানুষের তৈরি পাথরের এই গুহার দরজা কোনও কেল্লার দরজা বলেই মনে হয়। এখানে রয়েছে সাতটি প্রবেশ পথ। মনে করা হয়, সাতটি প্রবেশ পথ দিয়ে রাশিয়া যাওয়ার রুট ছিল। যা বর্তমানে বন্ধ। কিন্তু একটি রুট ধরে এখনও চলে যাওয়া যায় অনেকটা ভিতরে।

২০১৮ সালে আমেরিকান পর্যটক আম্বের এবং এরিক ফাই এই গুহার মধ্যে প্রবেশ করে অনেকটাই গিয়েছিলেন। তাঁদের ধারণা। এক মধ্যে তিনটি গুহা রয়েছে। বেশ কয়েকটি পথ বন্ধ হয়ে গিয়েছে প্রাকৃতিক বিপর্যের ফলে, তাঁদের বিশ্বাস এই রুট ধরেই একসময় রাশিয়ায় যাওয়া যেত। হয়তো বা প্রাচীনকালে তাজিকিস্তান, কিরঘিস্তান রুশ শাসকের অধীনের ছিল, তাই সেগুলিকে প্রচীন সময়ে রুশই বলা হত, তাই কেল্লার নাম হয়েছিল রাশিয়ার কেল্লা।

কিংবদন্তী রয়েছে, পাণ্ডবেরা এই রহস্যময় গুহা হয়েই স্বর্গলোকের পথে পাড়ি দিয়েছিলেন।  একটা সময়ে বৌদ্ধ তান্ত্রিক সন্তরাও এই পথ ধরে তিব্বতের দিকে যাত্রা করতেন। শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে সাতবরণ গ্রাম। সেখানেই দেখা মেলে এই রহস্যময় গুহার। চাইলে একটা দিন কাটিয়ে আসতেই পারেন, প্রাচীন এই গুহায়।

 

FREE ACCESS

Related Articles