রাজ্যের খবর

ভূমিহীন মানুষদের পাট্টা বিলি, ওপার বাংলার মানুষের পাশে রাজ্য সরকার

Landless people are given land, the state government is on the side of the people of Opar Bengal

The Truth of Bengal: কেন্দ্র আধার বাতিল করায় বেঁধেছে বিপত্তি। বাংলার  সরকার তাঁদের বিকল্প কার্ডের মাধ্যমে অধিকার রক্ষার চেষ্টা করছে।এরপরেও যাঁরা ওপার বাংলা থেকে এসেছেন বা যাঁদের নিজস্ব জমি নেই।সেইসব ভূমিহীনদের  ভূমি প্রদান করে প্রশাসন পাশে দাঁড়াচ্ছে।গঙ্গাসাগরের অসংখ্য মানুষ এখন জমির মালিকানার গ্যারান্টি পাচ্ছে।ফলে গঙ্গাসাগরে এখন অধিকার হারানোর আশঙ্কা দূর হয়েছে।

  • ২০২২এ গঙ্গাসাগরে ২১০জনের হাতে পাট্টা বিলি করা হয়
  • ৪৫একর জমির অধিকার দেওয়া হয় ভূমিহীন মানুষদের
  • ২০২৪এ আরও শতাধিক মানুষকে পাট্টা প্রদান করা হল

নদী ও সমুদ্র দিয়ে ঘেরা দ্বীপ  গঙ্গাসাগর। প্রতিবছর ভাঙনের কবলে পড়ে এখানে নদীগর্ভে তলিয়ে যায় কৃষি জমি, ভিটেমাটি সহ বাস্তু জমি। ফলে ভূমিহীন হয়ে পড়েন বহু মানুষ। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীর পাড়ে বসবাস করলেও অনেকের কাছেই জমির বৈধ নথিপত্র কিছু নেই। এই সমস্ত অসহায় মানুষদের হাতে জমির পাট্টা প্রদান করে সবার মুখে হাসি ফোটালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। কেন্দ্রের বিজেপি সরকার সিএএ-র নামে অধিকার দেওয়ার কথা বলে যখন বিভ্রান্তি ছড়াচ্ছে তখন রাজ্য সরকার জমির পাট্টা প্রদান করে বাংলার মানুষকে নিশ্চিন্তে বসবাসের ঠিকানা গড়ে দিচ্ছে।কোচবিহার থেকে কাকদ্বীপ,সুন্দরবন থেকে জঙ্গলমহল এই নিরাপত্তার গ্যারান্টি প্রদান আলাদা নজির গড়ছে।

  • প্রশাসনের দাবি,৬০হাজার মানুষকে পাট্টা বিলি  করা হয়েছে
  • সুন্দরবনের মতোই উত্তরবঙ্গের মানুষও পাট্টা পেয়েছেন
  • উত্তরবঙ্গে প্রায় ১৫ হাজার মানুষকে পাট্টা দেওয়া হয়েছে

ফলে এবার আর রাজ্যের মানুষকে অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে না,নিজ ভূমে নিজ অধিকার নিয়েই সকলে থাকতে পারবেন বলে পাট্টা প্রাপকরা আশা করছেন।

Related Articles