মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে প্রশিক্ষণ, নারী সুরক্ষায় চালু বিশেষ হেল্পলাইন
Training to boost women's confidence

The Truth of Bengal: অন্যের ওপর নির্ভর না করে অনেক মহিলাকেই চলতে হয়। কর্মব্যস্ত জীবনে মহিলারা একাকী রাস্তায় বেরোলেই দুষ্টচক্র নানা কুকথা বলতে পারে,বলতে পারে অশোভনীয় কথা। অর্ধেক আকাশ যাতে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে তার জন্য মুক্তির দিশা দিচ্ছে পুলিশ-প্রশাসন। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যে পরিস্কার, রাজ্যে নিপীড়নের হার অনেকটা কমে এসেছে।নির্যাতন কমলে আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়ে রাখা যে দরকার,সেকথা সাহসিনীরা ছাড়া কেউ বোঝে না। ধরুন কোনও মহিলা জনশূন্য জঙ্গলে বেড়াতে গেছেন,বা অচেনা জায়গায় গিয়ে ইভটিজারদের খপ্পরে পড়েছেন,তাহলে কী করে সেই দুষ্টচক্রের মোকাবিলা করবেন ? কিভাবে চোখে চোখ রেখে দুষ্কৃতীদের কড়া জবাব দেবেন ? নিজেকে নিজেই রক্ষা পাওয়ার জন্য মার্শাল আর্ট শেখাটা বড় জরুরি। আর নতুন প্রজন্মকে এই প্রশিক্ষণদানের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সবলা নামে বিশেষ শিবির করছে।৫০জন বাছাই মহিলা এখানে শিখছেন আত্মরক্ষার কৌশল।
- মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে চালু হেল্পলাইন
- পুলিশের চালু করা হেল্পলাইন নম্বর -৯৮৭৪৪৪৭৯২৯
- চালু করা হয়েছে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর
- হোয়াটসঅ্যাপ নম্বর হল ৯১৪৭৮৮৯৫৫৪
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজোরিয়া নারীস্বাধীনতার স্বার্থে কতটা জরুরি এই প্রশিক্ষণ তা সর্বস্তরের মহিলাদের স্বার্থে ব্যাখা দিয়েছেন। সপ্তাহে ৫০ জন করে মহিলাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এক মাস ধরে চলবে এই সবলা আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। এই শিবিরে পড়ুয়া থেকে শুরু করে সব মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ভাবনে।পুলিশ মহিলাদের পাশে সদা সর্বদা রয়েছে।রয়েছে কড়া নজর।তবুও ছাত্রী বা কর্মরত মহিলারা যাতে ইভটিজারদের দুষ্টুমি মুখবুজে না সহ্য করে সেজন্যই এই ধারাবাহিক প্রশিক্ষণ ও হেল্পলাইন নম্বর চালু বলেও ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের তরফ থেকে তুলে ধরা হচ্ছে।