
The Truth of Bengal: মোদী বিরোধী কৃষক আন্দোলন আরও জোরালো হচ্ছে। পাঞ্জাব হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলনে পুলিশের গুলিতে এক কৃষকের মৃত্যু হয়। এরপরই কৃষক আন্দোলন দুদিন স্থগিত রেখে আরও তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। শুক্রবার সারা দেশজুড়ে কালা দিবস পালন করলো কৃষকরা। কর্মসূচিতে কৃষাণ মোর্চার সঙ্গে যুক্ত হয় সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। মোদী বিরোধী কৃষকদের গত আন্দোলনের প্রতিচ্ছবি দেখছে গোটা বিশ্ব। ২৬ শে ফেব্রুয়ারি দেশব্যাপী ট্রাক্টর- বন্ধন করবে কৃষকরা।
হিউম্যান চেনের আদলে ট্রাক্টর প্রদর্শন এর মাধ্যমে মিছিল করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের। রাজধানীর অভিমুখে দেশের সমস্ত হাইওয়েতে এই কর্মসূচি নেবে সংযুক্ত কিষান মোর্চা। কৃষক মৃত্যুর ঘটনার পরই আন্দোলন স্থগিত রেখে বৈঠকে বসে মোর্চার নেতারা। এরপরই বৈঠকে সিদ্ধান্ত হয়, ট্রাক্টর বন্ধন কর্মসূচি ও আগামী ১৪ই মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। পাঞ্জাব হরিয়ানা আন্দোলন চলাকালীন হরিয়ানা পুলিশের ছড়া রবার বুলেটের আঘাতে যে তরুণ কৃষকের মৃত্যু হয়েছিল।
তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ও একই সঙ্গে দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি তোলেন সংযুক্ত কিষান মোর্চা। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানা স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের পদত্যাগের দাবি করেন কিষান মোর্চা। আন্দোলনের রূপরেখা ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে আন্দোলনকারীরা, গতবারের মতো দিল্লীকে চারদিক থেকে ঘিরে ফেলাই দাবি আদায়ের অন্যতম পথ বলে মনে করছেন সর্বভারতীয় কৃষক নেতা রাকেশ টিকায়েত। গত আন্দোলনের মতো দিল্লির সীমানা অবরোধের পথে হাঁটবেন কিনা আন্দোলনকারীরা, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।