দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ২
1 dead, 2 injured in head-on collision between two motorcycles

The Truth Of Bengal: দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত এক মহিলা জখম হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের আমলি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সূত্রের খবর, বুধবার রাস্তার দুই দিক থেকে দুটি মোটর সাইকেল আসছিল। এরপর হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের আমলি এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম বিবি শেল্লে। তার বাড়ি সাহাপুরের কণা গ্রামে। এদিন আমলি এলাকায় এক ব্যঙ্কের গ্রাহক সেবাকেন্দ্রে আসেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই দূর্ঘটনা।
এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। জখম দুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে কিশানগঞ্জে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ইসলামপুর পাঠানো হয়।
FREE ACCESS