দেশ

রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী সোনিয়া গান্ধী

Sonia Gandhi won the Rajya Sabha elections unopposed

The Truth of Bengal: এইবারই প্রথম লোকসভা ভোটের প্রার্থী হিসাবে আর দেখা যাবে না কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে। এবার লোকসভা ছেড়ে রাজ্যসভা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন সোনিয়া গান্ধী। রাজস্থানের জয়পুর থেকে এবার রাজ্যসভায় কংগ্রেসের প্রাথী হয়েছিলেন সনিয়া। নির্বাচনী রাজনীতিতে আসার পর এই প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

৭৭ বছর বয়সী সোনিয়া গান্ধী লোকসভা ছেড়ে রাজ্যসভার পথে যাচ্ছেন বলে আগেই গুঞ্জন শুরু হয়। গুঞ্জন রেস কাটিয়ে গত ১৪ ফেব্রুয়ারি জয়পুরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ছেলে রাহুল গাঁধী এবং মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।  রায়বরেলির ভোটারদের ধন্যবাদ জানিয়ে চিঠিতে তিনি লেখেন, ‘বয়স এবং স্বাস্থ্য সমস্যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। অতএব, আমি সরাসরি আপনাদের সেবা করার সুযোগ পাব না। তবে এটা নিশ্চিত যে আমার হৃদয় এবং আত্মা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। আমি জানি যে আপনারা সবসময় যেভাবে পাশে থেকেছেন সেভাবেই আমার এবং আমার পরিবারের পাশে আগামিদিনেও থাকবেন ৷’ কারণ রাজীব গাঁধীর মৃত্যুর পর কংগ্রেসের খুঁটি ধরে রাখার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সনিয়া।

প্রথম বার অমেঠী থেকে নির্বাচনে দাঁড়ালেও, গত দুই দশকেরও বেশি সময় ধরে গাঁধী পরিবারের গড় বলে পরিচিত রায়বরেলী থেকে জিতে আসছিলেন সনিয়া, যা একসময় তাঁর শ্বশুর ফিরোজ গাঁধী এবং শাশুড়ি ইন্দিরা গাঁধীর নির্বাচনী কেন্দ্র ছিল। সব মিলিয়ে পাঁচ দফায় কংগ্রেসের লোকসভা সাংসদ সনিয়া। এবার রাজ্যসভায় সরে গেলেন তিনি। লোকসভার পরিবর্তে রাজ্যসভাকে বেছে নেওয়ায়, সনিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হতে সময় লাগেনি।

Related Articles