রাজ্যের খবর
Trending

অফিসের সময়ে মেট্রোয় বিভ্রাট, হয়রানির শিকার নিত্য যাত্রীরা

Daily commuters are victims of disruptions in metro during office hours

The Truth Of Bengal: মঙ্গলবার অফিসের সময়ে মেট্রোয় বিভ্রাট। আংশিক বন্ধ পরিষেবা। হয়রানির শিকার নিত্য যাত্রীরা।

সূত্রের খবর, দিনের ব্যস্ত সময়ে ফের একবার পাতাল পথে বিভ্রাট। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে মঙ্গলবার গিরীশ পার্ক থেকে পার্কস্ট্রিট পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। প্রায় ২০ মিনিট ধরে গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে ছিল। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝের ডাউন লাইনে আচমকা একটি আলোর ফুলকি লক্ষ করেন মোটরম্যান। তবে ঠিক কী কারণে আলোর ফুলকি দেখা গেল, তা এখনও জানা যায়নি।

তবে ডাউন লাইনের কোনও ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে মেট্রো পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন যাত্রীরা। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের বাইরেও ভিড় জমে গিয়েছে যাত্রীদের। তাঁদের অভিযোগ, মেট্রো স্টেশনের বাইরে গেলে মাইকের ঘোষণা স্পষ্ট শোনা গেলেও স্টেশনের ভিতর থেকে কিছুই শোনা যাচ্ছে না। পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

FREE ACCESS

Related Articles