রাজ্যের খবর
Trending
শিলিগুড়িতে আত্মঘাতী যুবক, তদন্তে পুলিশ
Youth committed suicide in Siliguri, police investigating

The Truth Of Bengal: শিলিগুড়ির ওয়াই এম এ ক্লাব সংলগ্ন এলাকার একটি বাড়িতে সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি জেলার ওয়াই এম এ ক্লাব সংলগ্ন এলাকার অনুরাগ সরকার নামে এক যুবক সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। এরপর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক একটি সুইসাইড নোট লিখে গেছেন যেখানে লেখা রয়েছে সবাইকে ভালোবাসি আমি নিজের ইচ্ছায় চলে গেলাম। তবে এটা সত্যি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কারোর হাত! তার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS