বিনোদন

রোহিত এবং ফুলকির ভুল বোঝাবুঝি মিটবে কি?

 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে রোমাঞ্চের পাশাপাশি বেড়ে চলেছে ভুল বোঝাবুঝির জাল।

বক্সিং ম্যাচে লড়তে গিয়ে ফুলকি বিপদে পড়ে। পরিবারের সকলেই তার জন্য চিন্তিত। রোহিত তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ফুলকির বিপদ কিছুটা কেটে যায়।

ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায় তার বাপের বাড়িতে। রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য নিজে গিয়েছিল।

ঈশিতা রোহিতকে জানায় যে সে যেসব কাজ করছে সেগুলো শালিনী জানে কিনা।

Related Articles