কলকাতা

বিধানসভায় সাসপেন্ড বিজেপির ৬ বিধায়ক, ফের সাসপেন্ড বিরোধী দলনেতা

6 MLAs of BJP suspended in the assembly

The Truth of Bengal: বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিরোধী দলনেতা সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে এদিন অধিবেশনেঅধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা। এমনকি মেঝেতে বসেও পরেন তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করা সত্ত্বেও কথা শোনেননি বিরোধী দলের বিধায়করা। পরবর্তীতে সাসপেন্ডের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্পিকার।

সন্দেশখালি ইস্যুতে উত্তাল হয় বিধানসভা অধিবেশন। বিধানসভা থেকে ফের সাসপেন্ড বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী সহ মোট ৬ বিজেপি বিধায়ক সাসপেন্ড। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৬ বিধায়ককে সাসপেন্ড করেন। সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, তাপসী মন্ডল ও শঙ্কর ঘোষ। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাসপেন্ড করেন অধ্যক্ষ। পরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে যান। গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

বিজেপি বিধায়কদের এই ভূমিকা কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিয়েই বিজেপি বিধায়করা কক্ষে প্রবেশ করেছিল বলে অভিযোগ তৃণমূলের। বিধানসভার গরিমা নষ্ট করছেন বিজেপি বিধায়করা অভিযোগ তৃণমূলের। বাজেট অধিবেশনের শুরু থেকেই প্রায় প্রতিদিনই বিক্ষোভ সংগঠিত করে আসছে বিজেপি। এই নিয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ। একাধিক মন্ত্রী বিজেপির এই ভূমিকা করা সমালোচনা করেছেন। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপিকে কটাক্ষ করে স্পিকারের কাছে আবেদন করেন ‘ওদের’ জন্য বাইরে বসার স্থায়ী ব্যবস্থা করে দিন।

Related Articles