রাজ্যের খবর

ঘুঁটিয়ারি শরিফ থেকে উদ্ধার ১৫ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ১

Drugs worth 15 lakh recovered from Ghutiari Sharif

The Truth of Bengal: ঘুঁটিয়ারি শরিফ থেকে থেকে উদ্ধার হল ৩৮৭ গ্রাম হেরোইন,যায় বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।সোমবার রাত্রি আটটা নাগাদ ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির অন্তর্গত এলাকা থেকে হিরোইন সহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তের নাম আরমান শেখ। এই চক্রে আরো কে কে জড়িয়ে আছে তদন্ত করছে পুলিশ।

রাজ্যের জেলায় জেলায় উদ্ধার হচ্ছে মাদক দ্রব্য। সেই রকমই সোমবার ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির অন্তর্গত ঘুটিয়ারি বাজার থেকে উদ্ধার হল প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন। ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে যায় এসডিপিও ক্যানিং দিবাকর ১০ই নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তারপরই অভিযুক্ত আরমান শেখ সহ ওই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ঘটনার খবর পাওয়ার পর ওই এলাকায় গোপনে নজর রাখছিল পুলিশ বাহিনী। অভিযুক্ত ওই ব্যক্তিকে ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হচ্ছে। তবে এই চক্রে আর কে কে জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ।

এর আগেও সীমান্ত এলাকায় ও রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য? উঠছে প্রশ্ন।

Related Articles