দল ছাড়ার জল্পনার মাঝেই আর্লিং হালান্ড নিয়ে মুখ খুললেন পেপ
Amid speculations about leaving the team, Pep opened up about Arling Haaland

The Truth of Bengal: আর্লিং হালান্ডের ম্যান সিটি এবং সেখানকার আবহাওয়া ভালো লাগছে না তাই তিনি ম্যানচেস্টার সিটি ছাড়তে চলেছেন। এই জল্পনা জোরদার হয়ে উঠেছে। তার মাঝে এবার ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা এ বিষয়ে মুখ খুলেছেন। দলে হালান্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা তা তার কাছে খবর নেই। তিনি উল্লেখ করে জানিয়েছেন স্পেনের সংবাদমাধ্যমের কাছে সে বিষয়ে খবর থাকতে পারে। কিন্তু দলের মধ্যে হালান্ডের সমস্যা হচ্ছে কিনা এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
জল্পনা যখন তুঙ্গে তখন নরওয়ের এই স্ট্রাইকার নজর রেখেছেন খেলার দিকে। তিনি এর আগে বার্নলির বিপক্ষ ম্যাচে নেমেছিলেন। গোল করতে না পারলেও তার খেলা নজর কেড়েছে সবার। খেলার ২৫ মিনিটে নেমেছিলেন। তিনি গোল করতে না পারলেও যেভাবে ঝাঁজ বাগিয়েছিলেন তা প্রশংসা করেছে সকলেই। এই ম্যাচে তিন এক গোলে জিতেছে ম্যানসিটি। গত দশটি ম্যাচে পায়ের পাতায় চোট থাকায় খেলতে পারেননি। প্রত্যাবর্তনের এ ম্যাচে ঝাঁজ বেশ ছিল তার।
আর এই পারফরম্যান্সে বেশ খুশি ম্যানসিটির ম্যানেজার গুয়ার্দিওলা। গত মরসুমে সিটির হয়ে ৫২ টি গোল করা হালান্ডের এ মরসুমে দল ছেড়ে চলে যাওয়ার যে জল্পনা চলছে তা নিয়ে হালান্ড নিজে এখনো পর্যন্ত মুখ খোলেননি। ম্যানসিটির ম্যানেজার মুখ খুলে আরো বলেছেন কোথায় কি জল্পনা রয়েছে , কে কি বলছেন তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তবে হালান্ড নিজে বেশ খুশি এই দলে। পেপ বললেন তিনি এ কথা মানেন যে হাল্যান্ড দলে বেশ গুরুত্ব রাখে। জল্পনার মাঝে প্রত্যাবর্তনের এই ম্যাচে গোল না করলেও পরবর্তী ম্যাচ গুলোর দিকে নজর রয়েছে বলে জানা গেছে।