কলকাতা

বকেয়া আদায়ে ধর্না চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, কর্মসূচির রূপরেখায় তৃণমূল সুপ্রিমো

The dharna will continue till February 13 to collect the dues

The Truth of Bengal: ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডে দুপুর একটায় ধর্নায় বসেন তিনি। রাজ্যের দাবি আদায়ে ওই মঞ্চে তিনি থাকবেন ৪৮ ঘণ্টা। তারপরও এই কর্মসূচি চলবে। বাকি দিনগুলিতে কী ভাবে দলের কোন শাখার নেতৃত্বে কর্মসূচি চলবে তা ঠিক করে দিলেন দলের সুপ্রিমো। বঞ্চনার ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ নরম করতে রাজি নয় তৃণমূল। এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিতে তিনি আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে যাবেন। তার আগে রাজ্য বাজেট সংক্রান্ত বিষয়ে একাধিক বৈঠকে তিনি ব্যস্ত থাকবেন। শনিবার থেকে তিনি ধর্নামঞ্চে না থাকলেও কর্মসূচি চলবে আপন গতিতে। বাকি দিনগুলিতে কী ভাবে দলের কোন শাখার নেতৃত্বে কর্মসূচি চলবে তা ঠিক করে দলের সুপ্রিমো।

৪ ফেব্রুয়ারি দায়িত্ব নেবে তৃণমূল যুব কংগ্রেস

৫ ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ কর্মসূচি চালাবে

৬ ফেব্রুয়ারি কর্মসূচি চালাবে মহিলা তৃণমূল কংগ্রেস

৭ ফেব্রুয়ারি ধর্না চালাবে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন

নেতৃত্বে মানস ভুঁইয়া, থাকবেন ঋতব্রত ও দোলা সেন

৮ ফেব্রুয়ারি সংখ্যালঘু সেল এবং এসসি, এসটি, ওবিসি সেল

৯ ফেব্রুয়ারি ধর্না চালাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব

১০ ফেব্রুয়ারি ধর্না চালাবে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব

১১ ফ্রেব্রুয়ারি কর্মসূচি চালাবে হাওড়া জেলা নেতৃত্ব

১২ ফ্রেব্রুয়ারি ধর্না চালাবে হুগলি জেলা নেতৃত্ব

১৩ ফ্রেব্রুয়ারি দায়িত্বে থাকবে দুই বর্ধমান জেলা

১৪ ফ্রেব্রুয়ারি সরস্বতী পুজোর জন্য ধর্না-অবস্থান হবে না

পরবর্তী সময়ে বুথে বুথে কর্মসূচির কথা পরে ঘোষণা হবে

Related Articles