
The Truth of Bengal: ভারতীয়দের মাথা পিছু আয় বৃদ্ধির হার কমছে। কেন্দ্রীয় পরিসংখ্যানের দেওয়া রিপোর্ট অনুযায়ী করোনা পরিস্থিতি বাদ দিলে যা বিগত ২০ বছরের ইতিহাসে সবথেকে কম। রিপোর্ট বলছে, দেশের ‘মোট আয়’-এর নিরিখে গত বছর ভারতীয়দের মাথা পিছু আয় বৃদ্ধির হার ছিল ১৪.৯ শতাংশ। এবারে তা কমে দাঁড়াতে পারে ৭.৮ শতাংশে! আর কেন্দ্রীয় সমীক্ষার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, প্রতিবছর অর্থ বর্ষ শেষের আগে দেশের আর্থিক পরিস্থিতি কী হতে পারে, তার পূর্বাভাস সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে পরিসংখ্যান মন্ত্রক। জিডিপির নিরিখে দেশের মানুষের মাথাপিছু সম্ভাব্য আয়ের আভাস দেওয়া হয় এই রিপোর্টে।
সেখানেই এমন আভাসের কথা উল্লেখ করা হয়েছে। যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। পরিস্থিতির জন্য লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিকেও দায়ী করেছেন তাঁরা। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মানুষের মাথা পিছু আয় ছিল ১ লক্ষ ৭২ হাজার ২৭৬ টাকা। চলতি বছরে সেই মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকায়। অর্থাৎ মাথা পিছু আয় বৃদ্ধির হার ৭.৯ শতাংশ। অথচ, ২০২১-২২ অর্থবর্ষে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছিল প্রায় ১৫ শতাংশ। ফলে গত বছরের নিরিখে এবারে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধির হার এক ধাক্কায় কমতে পারে প্রায় ৭ শতাংশ।
পরিসংখ্যান মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, করোনার সময় বাদ দিলে গত ২০ বছরের ইতিহাসে এবারে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধির হার সবচেয়ে কম। করোনার সময়ে অর্থ্যাত ২০১৯-২০২০ অর্থবর্ষে দেশের মানুষের মাথা পিছু আয় কমে দাঁড়িয়েছিল ৫.১ শতাংশে। ২০০২-০৩ অর্থবর্ষে মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ। তারপর থেকে মাথাপিছু আয় বৃদ্ধির হার ৭.৯ শতাংশের উপরেই থেকেছে। তবে গত বছর ভারতীয়দের মাথা পিছু আয় বৃদ্ধির হার ছিল ১৪.৯ শতাংশ। তবে এবারে তা কমে ৭.৮ শতাংশে নামতে পারে বলে রিপোর্টে উল্লেখ করায় ফের আর্থিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞ মহল থেকে সাধারণ মানুষ।