দেশ

ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে দুর্ঘটনা, অস্থায়ী মঞ্চ ভেঙে মৃত ১

Accident on the stage of the religious function, the temporary stage collapsed, 1 dead

The Truth of Bengal: শুক্রবার রাত থেকেই দিল্লির কালকাজি মন্দিরে শুরু হয়েছিল মাতা জাগরনের অনুষ্ঠান। ছিল ভক্তদের জাগরণ ব্রত। বহু পুণ্যার্থীর ভিড় জমেছিল ওই মন্দিরে। নিয়ম অনুযায়ী, এদিন মন্দিরে পুজাঅর্চনার আয়োজন থাকে সারা রাত ধরে। পুন্যার্থীদের নাচে, গানে মেতে ওঠে রাতের কালকাজি মন্দির। সূত্রের খবর, শুক্রবার রাত থেকে শনিবার রাতের মধ্যেই আয়োজিত এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না আয়োজকদের কাছে।

তা সত্তেও ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা। ভিড় জমে বহু পুণ্যার্থীর। শনিবার দিনভোর চলে জাগরনের এই অনুষ্টান। আচমকাই ব্রতপাঠের সময় উত্তেজিত ভক্তরা উঠে পড়েন অস্থায়ী মঞ্চে। আর সেখানেই ঘটে বিপত্তি। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি। মঞ্চ চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার।

তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় ১৭ জন আহতকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Related Articles