
The Truth of Bengal: রেকর্ড গড়ছে, রেকর্ড ভাঙছে। আর এবার রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল বিশ্বরেকর্ড ভাঙলেন। অরুণাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দিন তাঁর মারকাটারি ব্যাটিং দেখেছিল সকলেই। দ্বিতীয় দিনও সকলে মনে করেছিল একই মেজাজে থাকবেন তন্ময়। এবং পূর্ণ করে ফেলবেন ব্যক্তিগত ৪০০ রান। যদিও অল্পের জন্য তা হয়নি।
নিজের খাতায় ৩৬৬ রান তুলে মাঠ ছাড়েন তিনি। যদিও মাঠে এক অন্য ফর্মেই দেখা যায় তন্ময়কে। অবশ্য তার রেকর্ডের আগে সেই তালিকার শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের কলিন মানরো। তিনি ২০১৫ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে ২৮১ রানের ইনিংসে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। অরুণাচলের বিরুদ্ধে কিউয়ি ক্রিকেটার কলিন মানরোর থেকে ৩টি বেশি ছয় মেরে নয়া বিশ্বরেকর্ড গড়লেন তন্ময় আগরওয়াল।
প্রসঙ্গত, হায়দরাবাদ বনাম অরুনাচলের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে অরুণাচল। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় অরুণাচল। এরপর ৪ উইকেটে ৬১৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে হায়দরাবাদ। তবে এখন দেখার দ্বিতীয় ইনিংশে অরুনাচলের ঝুলিতে কত রান আসে।