তবে কী জল্পনাই সত্যি ? বিচ্ছেদকে ঘিরেই কী সোশ্যাল মিডিয়ায় পোস্ট জুনিয়র বচ্চনের ?
Junior Bachchan post on social media

Truth Of Bengal : শুক্রবার রাতে ইন্সটাগ্রামে রহস্যময় পোস্ট করেন অভিষেক বচ্চন।যা দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ব্যর্থ হওয়ার ভয় আপনার স্বপ্নকে ধ্বংস করে দেবে। ব্যর্থতা থেকে শেখা যেকোনও কিছু আপনার স্বপ্নকে গড়ে তুলবে”।
অনেকদিন ধরেই বি টাউনে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য এর বিচ্ছেদের গুঞ্জন ঘুরছিল । বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন এই জুটি। একে অন্যের সঙ্গে থাকছেনও না ।অনেকেরই মতে, বচ্চন পরিবারে ভাঙন এখন কেবলমাত্র সময়ের ।এরই মাঝে শুক্রবার রাতে অভিষেকের ইন্সটাগ্রামে রহস্যময় পোস্ট গুঞ্জন ধরায়। সকলেরই মনে হচ্ছে যা রটে তার কিছু তো ঘটে । এবার কি তবে সত্যি হতে চলেছে তাঁদের জীবনের বিচ্ছেদ । এমনটাই প্রশ্ন নেটিজেনদের ।
কান পাতলে বি টাউনে বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছিলো দিন দিন নাকি দূরত্ব বাড়ছে নাকি তাঁদের।বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য ।প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাঁদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাঁদের নানা আচরণেই। পাশাপাশি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্টিং বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাঁরা মোটেও স্বাভাবিক সম্পর্কে নেই।
উল্লেখ আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে। এমনকি বচ্চন পরিবারে এখন যে সবটা স্বাভাবিক রয়েছেন, এমন ছবি খুব কম হলেও উঠে আসছে মাঝে মধ্যেই।
Free access