রাজ্যের খবর

স্কুলছুটদের জন্য শিক্ষাদান, মালদায় চলছে ‘দাদুর পাঠশালা’

Dadur Pathshala

The Truth of Bengal: স্কুলছুটদের আবার লেখাপ্রার পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ। তাদের নিয়ে চলছে পড়াশুনো। নাম দাদুর পাঠশালা। তবে কোনও পয়সার বিনিময়ে নয়। অবসরপ্রাপ্ত মানুষজন স্কুলছুটদের পাঠদান করতে এই উদ্যোগ নিয়েছেন। তাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যাঙ্ক কর্মী ছাড়াও কিছু যুবক-যুবতী। এমন স্কুল চলছে মালদার ইংলিশ বাজার শহরের পাশে এয়ারপোর্ট ময়দানে। ভালবেসে সাধারণ মানুষ সেই স্কুলের নাম দিয়েছে দাদুর পাঠশালা। তবে এই শিক্ষাকেন্দ্র পায় না সরকারি কোনও সাহায্য।

মালদা শহর থেকে কিছুটা দূরে রয়েছে এয়ারপোর্ট ময়দান। প্রতিদিন বহু মানুষ এই ময়দানে আসেন সময় কাটাতে। সময়টা ছিল কোভিড পর্ব। সেই সময় কয়েকজন দেখতে পান বেশ কিছু ছাত্রছাত্রীকে। যারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে স্কুলছুট হয়ে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। এদের পরিবার হতদরিদ্র। মোবাইল কিনে অনলাইন পড়াশোনা করার মতো ক্ষমতা নেই। একদিকে স্কুল বন্ধ লকডাউনের জন্য, অন্যদিকে আর্থিক পরিস্থিতি ভাল নয়। তখনই ওদের শিক্ষাদানের ভাবনা আসে। একই সই স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ৬২ জন।

স্থানীয় ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী এই ছাত্র-ছাত্রীদের একত্রিত করে ওই মাঠের মধ্যেই পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। তার সেই উদ্যোগে পাশে এসে দাঁড়ান অন্যরা। এখন প্রতিদিন সকালে খোলা আকাশের নীচে চলছে এই পাঠশালা। নানা কারণে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, সেই খুদে পড়ুয়ারা দাদুর পাঠশালায় ফের পড়ার সুযোগ পাচ্ছে কিছু সহৃদয় মানুষের জন্য। তবে এই দাদুর পাঠশালার একটা সমস্যা আছে। নেই কোনও পাকা বাড়ি। বর্ষার সময় বা খুব গরমে খোলা আকাশের নীচে পড়াশোনা করা খুব কঠিন হয়ে যায়। এই প্রতিবন্ধকতা সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে দাদুর পাঠশালায় পড়াশোনা করতে পেরে খুশি পড়ুয়ারা।

Related Articles