বিনোদন
Trending

প্রকাশ্যে ‘সেদিন কুয়াশা ছিল’, প্রথমবার একসঙ্গে পরাণ ও জিতু…

Director Arnav Midya's new film Sedin Kuasha Chilo

The Truth Of Bengal: আমাদের চারপাশের চেনা সম্পর্কগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সম্পর্কের বাঁধন স্মৃতির কুয়াশায় আছন্ন হয়ে পড়ছে। এবার সেই সম্পর্কগুলোই একসূত্রে বাঁধার চেষ্টা করেছেন পরিচালক অর্ণব মিদ্যা। টলিউডের নতুন ছবি সেদিন কুয়াশা ছিল।সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।

এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিতু কমল ও পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়ের মতন একগুচ্ছ টলিউড তারকারা।

Free Access