
The Truth of Bengal: রাশিয়ার উস্ত-লুগাতে বাল্টিক সমুদ্রবন্দর এলাকায় প্রাকৃতিক গ্যাসের একটি টার্মিনালে বিদ্ধংশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর রোবিবার সকালে অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন। সেন্ট পিটার্সবার্গের ১১০ কিলোমিটার পশ্চিমে এস্তোনিয়া সীমান্তের কাছে টার্মিনালটি অবস্থিত।
টার্মিনালটি পরিচালনা করে রাশিয়ায় গ্যাস উত্তোলনকারী সবচেয়ে বড় স্বতন্ত্র প্রতিষ্ঠান নোভাতেক। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে লেনিনগ্রাদ ওব্লাস্তের গভর্নর আলেকসান্দর দ্রোজদেনকো বলেন, উস্ত-লুগা বন্দরে নোভাতেকের টার্মিনালে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টেলিগ্রাম পোস্টটিতে একটি ভিডিও যুক্ত করেন তিনি। আলেকসান্দর দ্রোজদেনকো বলেন, কিনজিসেপস্কি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা–সংক্রান্ত মন্ত্রণালয় ও স্থানীয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের দ্রুততার সঙ্গে শুরু করেন। আগুন লাগার কারণ এৎনোও জানা যায়নি।