খেলা

আগামী পাঁচ বছর বদলাচ্ছে না আইপিএলের স্পন্সর

Ipl Sponsor 

The Truth of Bengal: আইপিএল কে ঘিরে  দেশবাসীর মধ্যে উত্তেজনার পারদ সব সময় চড়া থাকে। আইপিএল এর মরশুম এলেই দেশবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই টুর্নামেন্টে।  এবার এই টুর্নামেন্টের প্রধান স্পন্সরের জায়গা নিয়ে ক’দিন আগে বেশ জল্পনা শুরু হয়েছিল। প্রধান স্পন্সরশিপ আদিত্য বিড়লা গোষ্ঠী নিতে চেয়েছিল । আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে গেলো না আইপিএলের স্পন্সরশিপ । টাটা গোষ্ঠীর হাতেই রইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে এক্সে পোস্ট করে সে বিষয় নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালে তো বটেই  ২০২৮ সাল পর্যন্ত টাটা গোষ্ঠী আইপিএলের স্পন্সর শিপ এর জায়গায় থাকছে। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

আদিত্য বিড়লা গোষ্ঠী প্রতিবছর ৫০০ কোটি টাকা দিতে রাজি হয়েছিল । আইপিএলের স্পন্সর হতে গেলে দিতে হয় নূন্যতম 350 কোটি টাকা। সেই জায়গায় আদিত্য বিড়লা গোষ্ঠী দিতে চাইছে ৫০০ কোটি টাকা, যা অনেকটাই বেশি। জল্পনা উড়িয়ে টাটায়  থাকছে আইপিএলের স্পন্সর। ২০২২ সাল থেকে টাটা গোষ্ঠী আইপিএলের দায়িত্ব নেয়,  তার আগে ছিল ভিভো। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী এমনটা জানানো হয়েছে।

আইপিএল আসতে আর ক মাসের অপেক্ষা। সেই আইপিএল টুর্নামেন্টে দেশবাসী উপভোগ করার জন্য অপেক্ষা করে আছে। ট্রেনে বাসে ট্রামে সকলের একটাই আলোচনা থাকে আইপিএল টুর্নামেন্ট কে নিয়ে। গোটা দেশই আইপিএল জ্বরে কাঁপতে থাকে। আইপিএলের প্রধান স্পন্সর যেই হোক না কেন আইপিএল টুর্নামেন্ট উপভোগ করতে প্রস্তুত আমজনতা।

Related Articles