দেশ
Trending

সোমবার রামমন্দির উদ্বোধন, শুরু শেষ মুহূর্তের প্রস্তুতি

Inauguration of Ram Mandir on Monday, last minute preparations begin

The Truth Of Bengal : আর খুব বেশি সময় হাতে নেই। আগামীকাল অর্থাৎ সোমবার রামমন্দিরের উদ্বোধন। এবার তার আগে অযোধ্যায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলবে আজ। তার পর মন্দিরে নিয়মমাফিক কিছু ধর্মীয় কর্মসূচি রয়েছে। তবে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে নতুন মন্দিরে। অস্থায়ী মন্দিরে রামলালার দর্শনও বন্ধ হয়েছে শনিবার থেকেই। শনিবার রাত থেকেই সড়ক পথে অযোধ্যায় প্রবেশ বন্ধ করা হয়েছে। অযোধ্যা শহরের কাছাকাছি দুটি রেলস্টেশন।

একটি অযোধ্যা ধাম জংশন, অন্যটি ফৈজাবাদ জংশন। দুটি স্টেশনেই শনিবার থেকে ট্রেন আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আরও কড়া হবে যান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা। রেলকর্মীরা বলছেন, কত দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে সে ব্যাপারে এখনও কোনও নির্দেশ আসেনি। তবে কোনও কোনও সূত্র বলছে, বুধবার পর্যন্ত বন্ধ রাখা হবেই। এই সময়ে যাঁদের টিকিট কাটা রয়েছে, তাঁরা পুরো টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এক রেলকর্মী। লখনউ, নয়ডা, গ্রেটার নয়ডায় ১৪৪ ধারা জারি করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

অযোধ্যায় যাওয়ার আগে আজ তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তের শহর ধনুশকোডির একটি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর ওই মন্দির সংলগ্ন আর একটি জায়গায় যাবেন তিনি। স্থানীয়দের বিশ্বাস, এই জায়গা থেকেই রামসেতু তৈরি করা হয়েছিল। রামমন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠার ২৪ ঘণ্টা আগে কী ভাবে সেজে ওঠে অযোধ্যা, নিরাপত্তা ব্যবস্থাই বা আরও কতটা আঁটসাঁট করা হয়, সে দিকে আজ নজর থাকবে।

 

FREE ACCESS

Related Articles