কলকাতা

রামমন্দির উদ্বোধনের আগে চালু হল কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবা

kolkata-ayodhya flight service

The Truth of Bengal: কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য আর ভায়া দিল্লি হয়ে যেতে হবে না। রামমন্দিরের উদ্বোধন দেখতে এবার সরাসরি অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন বাংলার পুণ্যার্থীরা। যেতে সময় লাগবে ২ঘন্টা। ভাড়া ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকার মধ্যে। গত বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই যোগাযোগের যোগসূত্র গড়তে সাহায্য করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন যোগী আদিত্যনাথ।

এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেয় মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। যদিও প্রথম দিনে ফ্লাইট দেরিতে ছাড়ে। আসলে অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পরে তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যায়। আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে।

২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন। তার আগে চলছে রামমন্দিরকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার যে অনুষ্ঠান হবে তাতে এই রাজ্যের মানুষও যোগ দিতে পারবেন এই বিমান পরিষেবাকে ব্যবহার করে। আগে বাংলা থেকে অযোধ্যা যাওয়ার জন্য দু’টি ট্রেন ছিল। একটি  দুন এক্সপ্রেস এবং অন্যটি জম্মু তাওয়াই এক্সপ্রেস। তাতে সময় লাগত কম বেশি দেড় দিন।  তবে তীর্থস্থানকে কেন্দ্র করে পর্যটনের যে নতুন মাত্রা যুক্ত হল তার অর্থনৈতিক গভীরতা যে আলাদা তা বলাই বাহুল্য।

Related Articles