রাজ্যের খবর
Trending

বাঁধনা পরবে মাতোয়ারা বীরভূমের আদিবাসীরা, লৌকিক উৎসবে গরু বন্দনা…

Tribals of Birbhum wear matwara, the festival of cattle sacrifice.

The Truth Of Bengal: আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম হল বাঁধনা পরব। সাত থেকে আট দিন ধরে তাঁরা এই উৎসব পালন করে থাকেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে এই উৎসব পালন করেন আদিবাসীরা। একনাগাড়ে জমিতে কৃষিকাজ করার পর এই সময় বিশ্রাম পায় গবাদি পশুরা। সেই গবাদি পশুদের কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে আদিবাসীদের বাঁধনা পরব।

প্রতিবছরের মতো এই বছরও বীরভূম জেলার বিভিন্ন জায়গায় আবিবাসীরা পালন করছেন বাঁধনা পরব। এই উৎসব রাঢ় নিজস্ব এক লৌকিক উৎসব। দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংস্কৃতির নিদর্শনও বটে। এই পরবের মধ্যে আবিবাসীদের সরল গ্রাম্য জীবনযাত্রা ফুটে ওঠে। বাঁদনা-পরব হল আমন ধান চাষের শেষে গরুদের বন্দনা করে কৃতজ্ঞতা জানানোর রীতি। ‘বন্দনা বা বন্ধন’ থেকে হয়ত ‘বাঁধনা’ শব্দটি এসেছে। কারণ এই পরবের শেষ দিনে খুঁটিতে গরুদের বেঁধে রেখে তাকে দিয়ে নানা শারীরিক কসরৎ করানো হয়। এই উৎসবকে কেন্দ্র করে জাহেরেরা, নাইকিবুঢি, মারাংগুরু, গোঁসাই গরয়ার পুজো করে থাকেন আদিবাসীরা। আদিবাসী সমাজ এই উৎসবকে কেন্দ্র করে এক জায়গায় হয়। তারপর একসঙ্গে চলে নাচ গান, আনন্দ উৎসব এবং খাওয়া-দাওয়া। বীরভূমের সিউড়ির বিভিন্ন আদিবাসী পাড়ার পালিত হচ্ছে এই উৎসব। বাঁদনা পরবে আবিবাসীরা নতুন জামাকাপড় পরেন। মহুল গাছের কড়চা ফল ও তিল একসঙ্গে পিষে যে তেল হয়, তা দিয়েই প্রদীপ জ্বালানো হয়। ওই তেল গরুর শিঙেও মাখানো হয়। মূলত গ্রুকে কেন্দ্র করে আদিবাসীরা এই উৎসবে মেতে ওঠেন।

জঙ্গলঘেরা আদিবাসী গ্রামগুলিতে টানা কয়েকদিন চলে বাঁধনা পরব। আদিবাসী মহিলারা তাঁদের মাটির ঘর রঙের প্রলেপ দিয়ে রাঙিয়ে তোলেন। বাকল দিয়ে মসৃণ করে তোলেন ঘরের দেওয়াল। সেই সঙ্গে দেওয়ালে এঁকে দেন নানা আলপনা। এই সময় বাড়ির পুরুষরা ব্যস্ত থাকেন গোরু, মোষের সেবা-যত্নে। একনাগাড়ে জমিতে কৃষিকাজ করার পর এই সময় বিশ্রাম পায় গবাদি পশুরা। সেই গবাদি পশুদের কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে আদিবাসীদের বাঁধনা পরব।

Free Access

Related Articles