বিনোদন
Trending

শীর্ঘই আসছেন মিস এলিনা, লঞ্চ করা হল ক্যাবারে সিরিজের ট্রেলার

Cabaret series trailer has been launched

The Truth Of Bengal : মুক্তি পেয়েছে টলিউডের নতুন ওয়েব সিরিজ ক্যাবারে-র ট্রেলার। কিছুদিন আগে সিরিজের মোশন পোস্টারে সিরিজের মুখ্য চরিত্র পূজা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক নাইট কুইনের আশ্চর্য এক গল্প নিয়ে আসছেন। এবার সেই সিরিজের ট্রেলার লঞ্চে শহরের এক ক্যাফেতে সকলের সঙ্গে ধরা দিলেন মিস এলিনা ওরফে টলিউড বিউটি পূজা বন্দ্যোপাধ্যায়। ক্যাবারে ডান্সার মিস এলিনার এই চরিত্রটি করার জন্য প্রচুর ওয়ার্কআউট করতে হয়েছে তাঁকে বলে জানালেন অভিনেত্রী।

উত্তরবঙ্গের একটি মেয়ে কীভাবে ৫০-৬০ দশকে কলকাতার মিস এলিনা হয়ে উঠলেন তাই তুলে ধরা হয়েছে সিরিজে। একজন ক্যাবারে ডান্সারের লাস্যরূপ নাকি তাঁর নৃত্যপটয়সী কোনটি প্রাধাণ্য পাবে এই সিরিজে, সেটাই এদিন ক্যামেরার সামনে খোলসা করলেন পরিচালক উত্সব মুখোপাধ্যায়। টলিউড অভিনেত্রী পূজা এর আগে বিভিন্ন আইটেম ডান্সে নজর কাড়লেও এই ধরণের চরিত্রে তাঁকে আগে দেখা যায়নি বলে জানালেন খোদ পূজা।

এই সিরিজে পূজার সঙ্গে লিড রোলে রয়েছেন সত্যম ভট্টাচার্য ও শান্তিলাল মুখোপাধ্যায়। এদিনের ট্রেলার লঞ্চে ব্যাক্তিগত কারণে সত্যম উপস্থিত না হলেও পূজার পাশেই ছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন সিরিজটি মুক্তি পাবে। তার আগে ধুমধাম করেই সিরিজের ট্রেলার লঞ্চ করলেন পূজা অ্যান্ড কোম্পানি।

 

FREE ACCESS

Related Articles